Header Ads

জমিয়তে উলামায়ে ইসলাম ওমান সালালাহ শহর শাখা আহবায়ক কমিঠি গঠিত

অদ্য ২২\১২\১৭ ঈসায়ী শুক্রবার বাদ এশা,জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ওমান সালালাহ শাখার এর অস্থায়ী অফিসে জনাব মুহাম্মদ ওলিউর রাহমানেরর সভাপতিত্বে- জমিয়তে উলামায়ে ইসলাম সালালাহ শাখার দ্বায়ী বিষয়ক সম্পাদক মাওলানা এখলাছুর রাহমান সাহেবের পবিত্র কালামুল্লাহর তিলাওয়াতের মাধ্যমে জমিয়তে উলামায়ে ইসলাম ওমান সালালাহ (শারেয় আস্ সালাম) শহর শাখার সভা হয়।
এতে উপস্থিত ছিলেন -জমিয়তে উলামায়ে ইসলাম ওমানের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক - মাওলানা আব্দুল হালীম সাতবাঁকী। জমিয়তে উলামায়ে ইসলাম সালালাহ শাখার সহ-সভাপতি- মাওলানা শিব্বির আহমদ, সালালাহ শাখার সাধারণ সম্পাদক- মাওলানা মামুন বিন রশীদ। সালালাহ শাখার সহ সাধারণ সম্পাদক- মাওলানা ফখরুল ইসলাম, শাখার সাংগঠনিক সম্পাদক- মাওলানা শামীম আহমদ, শাখার প্রচার সম্পাদক- মাওলানা আবুল কালাম আযাদ, সালালাহ শহর শাখার আহবায়ক- মাওঃ কবির আহমদ। অত্র শাখার সদস্য সচিব- হাঃআলী আহমদ, হাফিজ মুরাকিব আলী প্রমূখ।
সভায় সর্বসম্মতিক্রমে আহবায়ক- মাওঃ কবির আহমদ, যুগ্ম সম্পাদক-মাওলানা ফখরুল ইসলাম। সদস্য সচিব-হাফিজ আলী আহমদ। সদস্য - মাওলানা আইনুদ্দিন, মাওলানা শামীম আহমদ। মাওলানা আবুল কালাম আযাদ, মুহাম্মদ ওলিউর রাহমান, মুহাম্মদ শফীকুল আজীম, মুহাম্মদ সিরাজ, মাওলানা আাব্দুল মালিক প্রমূখ।
Powered by Blogger.