Header Ads

ঈদুল আজহার নামাজেও ইসরায়েলি বাধা

ইসরায়েলি পুলিশ বাহিনী নিয়ে দেশটির লিডা শহরের মেয়র একটি মসজিদে ঈদুল আজহার নামাজের সময় অভিযান চালিয়েছে। এসময় নামাজ আদায়কারীদের থামানোর চেষ্টা করা হয়। এছাড়া মসজিদের মুখপাত্রের আজানের বাণীকে শব্দ দূষণ হিসেবে উল্লেখ করা হয়।
শুক্রবার মধ্য ইসরায়েলের লিডা শহরের মেয়র ইয়ার পুলিশ নিয়ে ওই মসজিদে যান এবং পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়কারীদের বাধা দেয়ার চেষ্টা করেন বলে Yaffa 48 নিউজের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
ইয়ার রেভিভো দাবি করে বলেন, কোনো মুসল্লি তার হাতে আঘাত করেছেন। তবে মুসল্লিরা দাবি করে বলেছেন, মেয়রের আচরণ ছিল বর্ণবাদী ও প্ররোচনামূলক। মেয়র ঝামেলা সৃষ্টি করার জন্য অজুহাত খুঁজছিলেন।
মসজিদে উপস্থিত এক মুসল্লি জানান, ইসরায়েলি পুলিশ নামাজ আদায় করতে আসা মুসল্লিদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় ঘটনার ভিডিও ধারণ করায় এক মুসল্লিকে লাঞ্ছিত করেন রেভিভো।
এ ঘটনার পরও মুসল্লিরা মসজিদটিতে প্রবেশ করে এবং ঈদুল আজহার নামাজ আদায় করেন।
ইসরায়েলি পুলিশের এক মুখপাত্রের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তিনি তাৎক্ষণিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
Powered by Blogger.