Header Ads

রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে জমিয়তের মানববন্ধন

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে দিরাইয়ে জমিয়তের মানববন্ধন
সুনামগঞ্জের দিরাইয়ে মিয়ানমারে রাষ্ট্রীয়ভাবে রোহিঙ্গা মুসলমানদেরকে গণহত্যা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ২টায় স্থানীয় প্রেসক্লাবের সামনে জমিয়তে উলামায়ে ইসলাম দিরাই উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা মহিউদ্দিন ক্বাসিমীর পরিচালনয় মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ইউকে জমিয়তের সভাপতি প্রিন্সিপাল মাওলানা শুয়াইব আহমদ। বক্তব্য রাখেন মাওলানা মাহবুবুল হক চৌধুরী, মাওলানা আব্দুল কাহহার, মাওলানা ইলিয়াছ আহমদ, হাফিজ মুহাম্মদ আব্দুল বাছির সরদার, মাওলানা হাবিবুর রহমান, মাওলানা হেলাল আহমদ, মাওলানা লোকমান আহমদ, মাওলানা আবিদুর রহমান, হাফিজ শাব্বির আহমদ সরদার প্রমুখ। বক্তারা জাতিসংঘের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্রীয় সন্ত্রাস বন্ধ করা এবং বর্তমান ক্ষমতাসীন সরকারের কাছে নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গা মুসলিমদের রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান।
Powered by Blogger.