Header Ads

আবারও আকাশসীমা লঙ্ঘন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার প্রতিবাদ

আবারও বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত অং মিন্টকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার সন্ধ্যায় তাকে তলব করে মিয়ানমারের হেলিকপ্টারের বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘনের তীব্র প্রতিবাদ জানানো হয়।
পররাষ্ট্র সচিব মো. শহিদুল হক জানান, মিয়ানমারের রাষ্ট্রদূতকে এ নিয়ে ৬ষ্ঠ দফা তলব করা হয়েছে। এবিষয়ে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরণের ঘটনা যেন না ঘটে সে জন্য কড়াভাবে সতর্ক করা হয়েছে। মিয়ানমারের হেলিকপ্টার সেপ্টেম্বরের ১০, ১২ ও বৃহস্পতিবার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিয়ানমারের দূতকে তলবের বিষয়টি জানিয়েছে। মন্ত্রণালয়ের পক্ষ থেকে মিয়ানমারের দূতকে বলা হয়েছে মিয়ানমার এ ধরণের লঙ্ঘনের পুনরাবৃত্তি করলে অনাকাঙ্খিত পরিস্থিতি তৈরি হবে।জানায় বাংলাদেশ।
Powered by Blogger.