Header Ads

রোহিঙ্গা নিধনের নেপথ্যে ইসরায়েল

ইরান অভিযোগ করেছে, রোহিঙ্গা মুসলিমদের নিধনের নেপথ্যে রয়েছে ইসরায়েল।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা ও বিশ্ব ইসলামি জাগরণ পরিষদের প্রধান আলী আকবর বেলায়েতি এ অভিযোগ করেছেন।
বেলায়েতির দাবি, ‘ইহুদিবাদী ইসরায়েল তার নিষ্ঠুর ও শিশু হত্যার ভাবমূর্তি মুছে ফেলতে এবং শিশু, বয়স্ক ও নিরপরাধ মানুষের বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালানোর সংস্কৃতি ছড়িয়ে দিতে মিয়ানমার সরকারের সঙ্গে যোগসাজশ করে নিপীড়িত রোহিঙ্গাদের বিরুদ্ধে ভয়াবহ ও সংগঠিত অপরাধ পরিচালনা করছে।’
শনিবার এক বিবৃতিতে এ দাবি করেছেন বেলায়েতি। প্রেসটিভি অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।
তিনি বলেছেন, ‘আন্তর্জাতি ইহুদিবাদের অশুভ ও পরিকল্পিত ষড়যন্ত্রের মাধ্যমে মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালানো হচ্ছে, তাদের নির্যাতন করা হচ্ছে ও জোরপূর্বক উচ্ছেদ করা হচ্ছে এবং জাতিগোষ্ঠী ও জাতিগত নিধন চালানো হচ্ছে এবং আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়ানো হচ্ছে।’
এই সুনির্দিষ্ট ষড়যন্ত্রের বিরুদ্ধে সঠিক অবস্থান নিতে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, ইসলামি সহযোগিতামূলক সংস্থা (ওআইসি) এবং বিশ্বের সব দেশকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন ইরানের প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী বেলায়েতি। একই সঙ্গে তিনি রোহিঙ্গা নিধনের কঠোর নিন্দা জানিয়েছেন।
রোহিঙ্গাদের বিরুদ্ধে নির্যাতন বন্ধে আন্তর্জাতিক সংস্থা ও গোষ্ঠীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
Powered by Blogger.