Header Ads

রোহিঙ্গা হত্যার প্রতিবাদে জকিগঞ্জে জমিয়তের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত

জমিয়তে উলামায়ে ইসলাম জকিগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল  ও পথসভা শনিবার জকিগঞ্জ বাজারে অনুষ্ঠিত হয়।মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদিক্ষন করে এম এ হক চত্বরে এসে পথসভায় মিলিত হয়। শাখা সিনিয়র সহ সভাপতি মাওঃজাওয়াদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃবিলাল আহমদের উপস্থাপনায় বক্তব্য রাখেন মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক মাওঃ ফখরুজ্জামান সাহেব, শাহবাগ জমিয়ার নায়বে মুহতামিম মাওঃ মাসউদ আহমদ চৌধুরী, উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ ফারুক আহমদ, মাওঃ আবদুল্লাহ আল মামুন, মাওঃজুনাইদ আল জাহিদ, মাও শিহাব উদ্দিন শাহবাগী, মাওঃ সালেহ আহমদ, মাওঃ সাদিকুর রহমান, যুব জমিয়তেরর সেক্রেটারি মাওঃনাজমুল ইসলাম, ছাত্র জমিয়ত থানা শাখার সভাপতি মাওঃফয়সাল আহমদ, মাওঃজুবায়ের মুহাজিরি, মাওঃমামুনুর রশীদ সহ  প্রমুখ। সভায় বক্তারা বলেন,অনতিবিলম্বে রোহিঙ্গা হত্যা বন্দে কার্যকর পদক্ষেপ নিতে হবে। বিজ্ঞপ্তি
Powered by Blogger.