Header Ads

রোহিঙ্গাদের পাশে দাড়াতে সিলেট ইমাম সমিতির বিভিন্ন কর্মসূচী গ্রহণ

মিয়ানমার সরকার ও বৌদ্ধ সন্ত্রাসী কর্তৃক রোহিঙ্গা মুসলিম নির্যাতনের প্রতিবাদে সিলেট মহানগর ইমাম সমিতির কর্মসূচি :
১/নগরীর প্রতিটি মসজিদে মজলুম মুসলমানদের জন্য বিশেষ দেয়ার আয়োজন।
২/আগামী শুক্রবার( ১৫-০৯-২০১৭)বাদ জুমআ নগরীর সিটি পয়েন্টে বিক্ষোভ সমাবেশ।প্রতিটি মসজিদ থেকে ইমাম-মুতাওয়াল্লি-সেক্রেটারীর নেতৃত্বে মিছিল সহ বিক্ষোভ সমাবেশে যোগদান।
৩/রেহিঙ্গা মুহাজিরদের সাহায্যে নগদ অর্থ কালেকশন।
সিলেট নগরীর সকল তাওহিদী জনতার কাছে আকুল আবেদন, বিগত ডিসেম্বরের ন্যায় এবারও মহানগর ইমাম সমিতির ডাকে সাড়া দিয়ে ইমানী দায়িত্ব আদায় করুন।আল্লাহ সকলকে অংশগ্রহণ ও সাহায্য-সহযোগীতার জন্য কবুল করুন।আমীন।

বার্তা প্রেরক- মাওলানা আশিকুর রহমান, প্রচার সম্পাদক সিলেট ইমাম সমিতি 
Powered by Blogger.