Header Ads

জমিয়তের সিনিয়র সহসভাপতি বীর মুক্তি যোদ্ধা, আল্লামা মোস্তফা আজাদ সাহেবকে আইসিইউতে ভর্তি

রাজধানীর শীর্ষস্থানীয় দ্বীনি মারকাজ জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ এর সুযোগ্য মুহতামিম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি, উস্তাযে মুহতরামা আল্লামা মোস্তফা আজাদ সাহেব দা.বা.কে গুরুতর অসুস্থ অবস্থায় গতকাল ৬-৯-১৭ইং ঢাকার শ্যামলীতে অহস্থিত হাসপাতালের আইসিইইউতে ভর্তি করা হয়েছে৷ কিডনী ডায়োলাইসিস করাকালীন তিনি প্রচণ্ড যন্ত্রণায় বমি করতে থাকলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
তিনি দীর্ঘদিন যাবত ডায়াবেটিস, হাইপ্রেসার এবং কিডনি সহ নানাবিধ দুরারোগ্য রোগে ভুগছেন৷
আমরা সবার কাছে দোয়া চাই মহান আল্লাহ যেনো দ্বীনের এই নিরলস খাদেমকে দ্রুত সুস্থতা দান করেন৷
Powered by Blogger.