Header Ads

দেশ ও বিদেশের সকল মুসলমানের প্রতি সাবেক এম পি শাহিনুর পাশার ঈদ মোবারক

ঈদ মোবারক দেশ ও বিদেশের সকল মুসলমানের প্রতি।
বিশেষ করে নির্বাচনী এলাকা জগন্নাথপুর - দক্ষিণ সুনামগন্জের সকল জনসাধারণ ও জামিয়া দারুল কুরআন সিলেট এর সকল শুভাকাঙ্ক্ষীর জন্য সোপর্দ করলাম।
এবারের ঈদটা যেন হয় ত্যাগের নজরানা বাস্তব ক্ষেত্রে প্রয়োগের শপথ।
কারণ আমি / আপনি নিজ সন্তান সন্ততি, বাবা- মার সাথে ঈদ উদযাপন করছি। আমার ভাই আরাকানে শহীদ হচ্ছে। বোনটি সম্ভ্রমহারাই নয়, ধর্ষণের পর হত্যা করা হচ্ছে। বাচ্চাদেরেও টুকরো টুকরো করে উল্লাস করছে। এর দাঁত ভাংগা প্রতিবাদ - প্রয়োজনে সিংহের ন্যায় গর্জে উঠার তাওফিক আল্লাহর কাছে চাইতে হবে।
অগ্রিম ঈদের শুভেচ্ছা।।
Powered by Blogger.