Header Ads

মৃত মানবতা ভাসছে নাফে : রিজভী

মানবতার দৃষ্টিতে নির্যাতিত-নিপীড়িত রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
তিনি বলেন, রোহিঙ্গা মুসলমানদের পাশে দাঁড়ান। তাদের বাঁচতে সাহায্য করুন।সোমবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান।
রিজভী বলেন, নাফ নদে ভাসছে রোহিঙ্গাদের লাশ, যেন মৃত মানবতা ভাসছে নদীতে। প্রতিদিন শত শত নারী শিশু যুবক রোহিঙ্গাদের লাশ নাফ নদীতে ভাসছে।
তিনি বলেন, গণমাধ্যমে খবর আসছে ঈদে তারা সেমাই-পোলাও দূরে থাক, বিস্কুট খেয়ে কোনো মতে তাদের জীবন কাটছে। সীমান্ত পেরিয়ে কিছু কিছু রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়লেও তারা সাহায্য পাচ্ছে না। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়ের আশায় তাকিয়ে থাকলেও তাদের ঢুকতে দেয়া হচ্ছে না।
ঈদের আগে বিএনপি চেয়ারারসন বেগম খালদা জিয়া রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছিলেন উল্লেখ করে রিজভী আহমেদ বলেন, তিনি দলমত নির্বিশেষে সকল বাংলাদেশিদের নির্যাতিত রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছিলেন। আমি বিএনপির পক্ষ থেকে আবারও নির্যাতিত নিপীড়িত রোহিঙ্গাদের মানবতার দৃষ্টিতে বাংলাদেশে আশ্রয় দেয়ার আহ্বান জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে বিএনপি নেতা এ জেড এম জাহিদ হোসেন, বরকত উল্লাহ বুলু, আবদুস সালাম আজাদ, অধ্যাপক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
উৎসঃ   jagonews24
Powered by Blogger.