Header Ads

আহলুস সুন্নাত ওয়াল জামাতের অপর নাম জমিয়তে উলামায়ে ইসলাম, মুফতি আবুল কালাম জাকারিয়া

আহলুস সুন্নাত ওয়াল জামাতের অপর নাম জমিয়তে উলামায়ে ইসলাম। ভারতীয় উপমহাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতে তাদেরকেই বুঝানো হয় যারা দারুল উলূম দেওবন্দের অনুসরণ করে চলে। কাজেই যে সংগঠনের নেতৃত্বে দেওবন্দের সন্তানরা নেই সেই সংগঠন কীভাবে হক্ব হতে পারে? জমিয়তে উলামায়ে ইসলাম মক্কা মুকাররামা শাখার ঈদ পুনর্মিলনী ও অভিষেক অনুষ্ঠানে উপস্থিত হয়ে উপরুক্ত কথাগুলো বলেন জামেয়া ক্বাসিমুল উলূম দরগাহে হযরত শাহজালাল রহ. সিলেট এর মুহতামিম, বৃহত্তর সিলেটের উলামায়ে কেরামের সরে তাজ মুফতি আবুল কালাম যাকারিয়া সাহেব। তিনি আরো বলেন আমি সরাসরি কোনো সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নয়। কিন্তু দেওবন্দের একটি শাখা হিসেবে আকাবির আসলাফের সংগঠন জমিয়তকে সবসময় সমর্থন করি।
.
শাখা সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জুনায়েদ আহমদ ক্বাসিমীর পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দরগাহ মাদরাসার শায়খুল হাদীস, হাজারো মুহাদ্দিসের উস্তাদ, হেফাজতে ইসলাম সিলেট জেলা শাখার আমীর মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি হুযুর, সিলেট জেলা জমিয়তের মুহতারাম সহ সভাপতি, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের স্বনামধন্য শায়খুল হাদীস মুফতি মুজিবুর রহমান সাহেব, ইউরুপ জমিয়তের মুহতারাম সহ সভাপতি জননেতা মাওলানা গোলাম কিবরিয়া সাহেব, সিলেট জেলা জমিয়তের মুহতারাম সাংগঠনিক সম্পাদক, সাবেক তুখোড় ছাত্রনেতা মাওলানা নযরুল ইসলাম, জামিয়া মাদানিয়া আঙ্গুরা মুহাম্মদপুরের স্বনামধন্য মুহাদ্দিস মাওলানা আব্দুল হাফীজ (শমশের নগরী হুযুর), সিলেট মহানগর জমিয়তের মুহতারাম সহ সভাপতি মাওলানা রেজাউল করীম ক্বাসিমী (সাহেবজাদায়ে শায়েখে বাঘা), সুনামগঞ্জ জেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা ইমদাদুল্লাহ সাহেব (সাহেবজাদায়ে শায়খে কাতিয়া), সুনামগঞ্জ জেলা জমিয়তের নির্বাহী সদস্য মাওলানা আবু সাঈদ প্রমুখ।
.
বক্তারা মায়ানমারে সামরিক জান্তা সরকার কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম নির্যাতনের তীব্র নিন্দা জানান, পাশাপাশি তাদের সহযোগিতায় এগিয়ে আসার জন্য বিশ্ব মুসলিমের প্রতি বিশেষত বাংলাদেশী এবং প্রবাসী বাংলাদেশী ভাই-বোনদের প্রতি আহবান জানান।
.
পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মুনাজাত করেন শায়খুল হাদীস মাওলানা মুহিব্বুল হক গাছবাড়ি হুযুর দা. বা.।
Powered by Blogger.