Header Ads

রোহিঙ্গা মুজলুমদের খবর নিতে, টেকনাফের পথে সিলেট জমিয়তের প্রতিনিধি দল

জমিয়তে উলামাযে ইসলাম বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর শাখার ৬ সদস্যের একটি প্রতিনিধি দল এখন টেকনাফের পথে। আজ সোমবার (১৮ সেপ্টেম্বর) রাতে রেলপথে সিলেট ত্যাগ করেন। সিলেট মহানগর জমিয়তের সভাপতি মাওলানা খলীলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন, জেলা সহ সভাপতি মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা  আব্দুল গফফার ছয়ঘরী, জমিয়ত নেতা  মাওলানা হাফিজ সৈয়দ সালিম কাসিমী, মাওলানা হাফিয কবীর আহমদ।  এদিকে সিলেট মহানগর জমিয়তের সাধারণ সম্পাদক  মাওলানা হাফিয ফখরুজ্জামান চট্রগ্রামে প্রতিনিধি দলের সাথে যোগদান করবেন । সিলেট জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী শেয়ার নিউজ প্রতিনিধিকে জানান, রোহিঙ্গা মুসলিমদের সহাযতার জন্য জেলা ও মহানগরের যৌথ উদ্দোগে ২৫ সদস্য বিশিষ্ট একটি ত্রান তহবিল কমিটি গঠন করা হয়েছে। পৃথক একাউন্ট ও খোলা হয়েছে। রোহিঙ্গাদের জন্য স্থায়ী ভাবে চলা ফেরার জন্য আমরা তাদের কল্যাণে সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি।এই মুহুর্তে আমরা তাদের অবস্থা পর্যবেক্ষণের জন্য যাচ্ছি। তিন দিনের সফর শেষে জেলা সভাপতি মাওলানা শায়খ জিয়াউদ্দীনের মাধ্যমেই বৃহত পরিসরে ত্রান তৎপরতা চালানো হবে বলে জানান তিনি।
Powered by Blogger.