Header Ads

ওসমানিনগর জমিয়তের ঈদ পুনর্মিলনী এবং কোরবানীর গোশত বন্টন

ওসমানীনগর উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের সর্বস্থরের নেতাকর্মীদের অনুপ্রেরণা ও ঈদ আনন্দে ভাগিদার হতে ইউরোপ জমিয়তে উলামায়ে ইসলামের নবনির্বাচিত সেক্রেটারি জেনারেল মাও মামনুন মুহিউদ্দিন ও মাওলানা নাজিরুল ইসলাম সাহেবদ্বয়ের পক্ষ থেকে একটি গরু কোরবানী দেওয়া হয়েছে।
আজ ০৩-০৯-১৭ইং রোজ রবিবার যুব জমিয়ত ওসমানীনগর উপজেলার সহ-সাধারন সম্পাদক হা.মুখলিসুর রহমানের বাড়িতে ক্বোরবানির আয়োজন ও ঈদ পুনর্মিলনী সভা অনুষ্টিত হয়।
এসময় উপস্থিত ছিলেন
কেন্দ্রীয় জমিয়তের নির্বাহি সদস্য,
সিলেট জেলা জমিয়তের সহ-সভাপতি মাও.মুশাহিদ দয়ামিরী।
ওসমানীনগর উপজেলা জমিয়তের সেক্রেটারী মাও. ক্বাজী আমিন উদ্দিন।
যুব জমিয়ত ওসমানীনগর উপজেলা সভাপতি হা.মাও আব্দুস সালাম।
সহ-সভাপতি মাও মাহমুদ হুসাইন।
সহ-সভাপতি মুফতি মাহবুবুর রহমান।
সাধারণ সম্পাদক মাও আব্দুর রকীব।
সহ-সাধারন সম্পাদক হা.মুখলিছুর রহমান।
যুবনেতা মাও জিল্লুর রহমান, মাও আব্দুল করীম, মাও মুজিবুর রহমান, মৌলভী আব্দুল হাদী, জিয়াউর রহমান।
ছাত্র জমিয়ত ওসমানীনগর উপজেলা সভাপতি মাও ইমরান খান।
জয়েন্ট সেক্রেটারী ইমাদ বিন রফিক।
সাংগঠনিক সম্পাদক হা.মনসুর আহমদ, সাঈমুদ্দিন, শাহজাহান, ওলীউর রহমান প্রমুখ৷
পরিশেষেঃ খালপারী হুজুরের দোয়ার মাধ্যমে কোরবানী গোশত বন্টনের আনুষ্ঠানিকতার সমাপ্তি ঘটে।
Powered by Blogger.