Header Ads

মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব বাংলাদেশকে অপকর্মে জড়ানোর ষড়যন্ত্র: সুজন


সুশাসনের জন্য নাগরিক-সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, মিয়ানমার সীমান্তে যৌথ অভিযানের প্রস্তাব দিয়ে সরকার মিয়ানমারের অপকর্মের সঙ্গে বাংলাদেশকে জড়ানোর ষড়যন্ত্র করছে।
বাংলাদেশ সরকারের এমন সিদ্ধান্তের তীব্র সমালোচনা করে সুজন সম্পাদক বলেন, রোহিঙ্গা সমস্যার একটা স্থায়ী সমাধান হওয়া দরকার।বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
বদিউল আলম মজুমদার বলেন, রোহিঙ্গা সমস্যার সমাধান না হলে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি হবে, দেশে বিরাট বিপর্যয় নেমে আসবে। 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজন সম্পাদক রোহিঙ্গা সংকট স্থায়ী সমাধানে ৮ দফা প্রস্তাবও তুলে ধরেন। সেই সাথে আগামী ৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে সুজনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেন তিনি।
শীর্ষনিউজ
Powered by Blogger.