Header Ads

দারুল উলুম হাটহাজারী পরিদর্শনে আসলেন, বাহরাইন ধর্মমন্ত্রণালয়ের শীর্ষ আলেম,শায়খ ড. হাবীব নামলেতী


দারুল উলুম হাটহাজারী পরিদর্শনে আসলেন, বাহরাইন ধর্মমন্ত্রণালয়ের শীর্ষ আলেম,শায়খ ড. হাবীব নামলেতী (হাফিজাহুল্লাহ)
আজ বিকেল ৪টায় দারুল উলূমের শাহী গেটে উপস্থিত হলে শায়খকে আন্তরীক অভ্যর্থনা জানান জামিয়ার অন্যতম সিনিয়র শিক্ষক মাওলানা নূরুল ইসলাম ও মাওলানা আনওয়ার শাহ আল-আযহারী।
শায়খ ড. হাবীব নামলেতী জামিয়াতে আগমন করে প্রথমেই সরাসরি জামিয়ার দারুল হাদীস মিলনায়তনে গমন করেন। এ সময় শায়খকে স্বাগত জানান জামিয়ার সহযোগী পরিচালক আল্লামা হাফেজ মুহাম্মদ জুনায়েদ বাবুনগরী (দা.বা.)
বাগ মাগরীব শায়খ ড. হাবীব নামলেতী জামিয়ার মহাপরিচালক শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.)এর সাথে সাক্ষাৎ করবেন ৷
তথ্যসূত্রঃমুহতারাম মনির আহমদ হাটহাজারী।
Powered by Blogger.