Header Ads

জেনে নিন কালোজিরার অসাধারণ ৮ উপকারিতা

ছোট-খাটো রোগ দূর করতে পারে আপনার রান্নাঘরের জিনিসপত্রই। শুধু জানতে হবে কোন জিনিসটি, কখন কাজ দেবে। ঠিক যেমন কালোজিরা। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কালোজিরার অসাধারণ ৮টি উপকারিতার কথা-

১. পেট খারাপের নিয়মিত সমস্যা থাকলে কালোজিরা সামান্য ভেজে গুঁড়ো করে ৫০০ মিলিগ্রাম হারে ৭-৮ চা চামচ দুধে মিশিয়ে ওই মাত্রায় সকালে ও বিকালে সাত দিন ধরে খেলে উল্লেখযোগ্য ফল পাওয়া যায়।

২. যেসব মহিলা অনিয়মিত অথবা স্বল্প অথবা অধিক স্রাবের জন্য কষ্ট পেয়ে থাকেন, তাদের ঋতু হওয়ার পাঁচ-সাত দিন আগে থেকে ৫০০ মিলিগ্রাম হারে সামান্য গরম এমন পানি সকালে ও বিকালে খেতে হয়। তার পরও অসুবিধা থেকে গেলে পরপর ২-৩ মাস ওভাবে খেতে হবে।

৩. অল্প মাত্রায় কালোজিরে মেয়েদের ঋতুস্রাব বাড়ায়, কষ্টরজ ও ঋতুরোধ অসুখ সারায়। তবে বেশি মাত্রায় খেলে গর্ভস্রাব হয়।

৪. প্রচন্ড মাথা ব্যথা হলে কালোজিরা বেটে কপালে প্রলেপ দিলে ও মিহি গুঁড়োর নস্যি নিলে উপকার হয়।

৫. সর্দিতে কালোজিরার নস্যি নিলে উপকার মেলে।

৬. কালোজিরা ভাজা তেল গায়ে মাখলে চুলকানিতে উপকার হয়। এতে ১০০ গ্রাম সরষের তেলে ২৫-৩০ গ্রাম কালোজিরে ভেজে সে তেল ছেঁকে নিয়ে ব্যবহার করতে হয়।

৭. স্মৃতিভ্রংশ ও স্মরণশক্তির দুর্বলতায় কালোজিরে খুব কার্যকর। ৩ গ্রাম কালোজিরে ২০ মিলিলিটার বিশুদ্ধ মধুসহ খেলে এ রোগ সারে।

৮. পরিমাণমতো কালোজিরা খেলে প্রস্রাব পরিষ্কার হয়ে যায়।

সুত্র: ইন্টারনেট
Powered by Blogger.