Header Ads

ভিডিও সহ> সরকারী স্কুলে চলছে প্রকাশ্যে মুজিব পূজা !

ভিডিও সহ> সরকারী স্কুলে চলছে প্রকাশ্যে মুজিব পূজা !


গতকাল ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে একটি স্কুলের কুমলমতি মুসলমান শিক্ষার্থীদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পূজা করতে দেখা যায় । সামাজিক মাধ্যমে ভিডিও ছড়িয়ে পড়লে ক্ষোভের সৃষ্টি হয় । একজন মুসলমান কখনো এমন করতে পারেনা । এমন আচরণে ঈমান চলে যাবারও আশংকা আছে । গত কদিন আগে আওয়ামীলীগের এক নেতা শিয়াদের মত হায় মুজিব বলে তাযীয়ার ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যেমে সেই রেশ কাটতে না কাটতে এবার চরম বিতর্কের সৃষ্টি করলো একটি বিদ্যালয় । এসব নেতিবাচক বিষয় এখনি বন্ধ না করলে অচিরেই আওয়ামী ধর্ম নামে নূতন ধর্মের আবির্ভাব হবে বলে মনে করছেন ইসলাম প্রিয় জনতা । 
Powered by Blogger.