Header Ads

অনিয়মের প্রতিবাদে ক্যাম্পে হজযাত্রীদের বিক্ষাভহজ এজেন্সিগুলোর নানা অব্যবস্থাপনা ও প্রতারণার প্রতিবাদে আশকোনা হজ ক্যাম্পে বিক্ষোভ করেছে হজযাত্রীরা।
হজে যাওয়ার ব্যাপারে অনিশ্চয়তার মুখে শনিবার দুপুরের পর হজযাত্রীরা ব্যানার নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।
হজযাত্রীদের অভিযোগ, মদিনা এয়ার ইন্টারন্যাশনাল অ্যাভিয়েশন, আল বালাক, সানজিদ ট্রাভেল, ইকো ট্রাভেলসহ কয়েকটি এজেন্সি টিকিটের টাকা নিয়েও বিমান টিকিট দেয়নি। ফলে তারা হজে যাওয়া নিয়ে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।  কোনো উপায়ান্তর না দেখে তারা বিক্ষোভে নেমেছেন।
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম জানান, দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। আর যারা এখনো টিকেট পায়নি, তাদের আজ রাতের মধ্যে টিকেটের ব্যবস্থা করে পাঠানো হবে।
চলতি বছর নানা জটিলতায় প্রথমদিকে ৩০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়। ফলে শেষ মুহূর্তে এসে হজযাত্রীদের চাপ অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
গতকাল শুক্রবার পর্যন্ত ১ লাখ ৯ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরব গিয়ে পৌঁছেছেন। যদিও এবছর হজে যাওয়ার কথা ১ লাখ ২৬ হাজার ২৪৭ জনের।
সামনের ফ্লাইট শিডিউল অনুযায়ী আরও ১৭ হাজার ১৫১ জন যাত্রী যেতে পারবেন। কিন্তু আরও প্রায় ৩ হাজার হজযাত্রী হজে যেতে পারবেন কিনা তা জানেন না ক্যাম্পের বিক্ষোভকারীরা।
এজেন্সিগুলো সময়মতো পাসপোর্ট জমা না দেয়ায় আগেই বাদ পড়েছেন ৯৫১ জন হজযাত্রী।
Powered by Blogger.