Header Ads

২ সেপ্টেম্বর রোজঃ শনিবার ওমান সালালাহ জমিয়তের কাউন্সিল

২ সেপ্টেম্বর রোজঃ শনিবার ওমান সালালাহ জমিয়তের কাউন্সিল


অদ্য বাদ এশা ১১/৮/১৭ ইংরেজী রোজ শুক্রবার জমিয়তে উলামায়ে ইসলাম ওমান সালালাহ শাখার আহবায়ক কমিঠির আগামী ঈদ পরবর্তী কাউন্সিল সফলের লক্ষ্য অস্হায়ী কার্যালয়ে ১ম প্রস্তুতি সভা শাখার আহবায়ক মাওঃ মামুন বিন রশীদের সভাপতিত্বে ও সদস্য সচিব মাওঃ ফখরুল ইসলামের পরিচালনায় এবং নরুল ইসলামের কালামে পাকের তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান আলোচক হিসাবে উপস্তিত ছিলেন ওমান জমিয়তের কেন্দ্রীয় সদস্য সচিব মাওঃ আব্দুল হালিম সাতবাকী
যুগ্ম আহবায়ক মাওঃ মোহাম্মদ উল্ল্যাহ আল হাসান
কেন্দ্রীয় সদস্য মাওঃ শফিকুল আজিম
আহবায়ক কমিঠির সদস্য দায়ী ওলিউর রহমান সদস্য মাওঃ কবির আহমদ মাওঃ শামিম আহমদ মোহাম্মদ শহিদ উল্ল্যাহ মৌলভী নরুল হক, শামীম আহমদ এনামুল হক মোহাম্মদ , নুরুল ইসলাম, ওয়েছ আহমদ সহ প্রমুখ
সভায় সর্বসম্মতিক্রমে ২সেপ্টেম্বর ১৭ঈসায়ী রোজ শনিবার সালালাহ শাখার কাউন্সিলের তারিখ নির্ধারিত করা হয়।
Powered by Blogger.