Header Ads

সিলেট জেলা জমিয়তের উদ্যোগে প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দের সম্মানে সংবর্ধনা ১৬ আগষ্ট।

সিলেট জেলা জমিয়তের উদ্যোগে প্রবাসী জমিয়ত নেতৃবৃন্দের সম্মানে সংবর্ধনা ১৬ আগষ্ট।

আগামী ১৬ আগস্ট ২০১৭ বুধবার জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার পক্ষ থেকে জমিয়তের প্রবাসী নেতাদে সম্মানে এক সম্ভর্ধনা সভা আল ফালাহ টাওয়ারে জেলা জমিয়তের কার্যালয়ে বিকাল ৪ টায় অনুষ্ঠিত হবে।
ঐদিন বিকাল ৩ টায় জেলা জমিয়তের গুরুত্বপূর্ণ মজলিসে আমেলার অধিবেশন বসবে। এ তে বিশেষভাবে জেলা কাউন্সিল ও জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে।
এতে সংশ্লিষ্ট সকলের দাওয়াত!।
দাওয়াতক্রমে
শায়খ মাওলানা আতাউর রহমান,
জেলা সাধারণ সম্পাদক।
Powered by Blogger.