Header Ads

জমিয়ত উলামায়ে ইসলাম ওমান সালালাহ শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।

জমিয়ত উলামায়ে ইসলাম ওমান সালালাহ শাখার উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত।


অদ্য 10/08/17 ইংরেজী রোজ বৃহস্পতিবার বাদ এশা জমিয়ত উলামায়ে ইসলাম ওমান সালালাহ শাখার সাবেক উপদেষ্টা,ওমান কেন্দ্রীয় আহবায়ক কমিঠির সদস্য -হাফিজ মাও,মুরাকিব আলী সাহেবের স্বদেশ প্রত্যাবর্তন সংবর্ধনা এবং সালালাহ মহানগরী'র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওমান কেন্দ্রীয় আহবায়ক কমিঠির সদস্য -মাও জাহিদ নাছির চৌধুরীর (দেশে অবস্থানরত) রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল সালালাহ মহানগরী'র আহবায়ক মাও,মামুন বিন রশীদ সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন-
জমিয়ত উলামায়ে ইসলাম ওমান কেন্দ্রীয় আহবায়ক কমিঠির সদস্য সচিব- মাও আব্দুল হালীম সাতবাঁকী।
কেন্দ্রীয় আহবায়ক কমিঠির সদস্য- মুহাম্মদ ওলিউর রহমান। সালালাহ মহানগরীর যুগ্ম আহবায়ক: মাও: মুহাম্মদুল্লাহ আল-হাসান। সদস্য সচিব: -মাও: ফখরুল ইসলাম,জমিয়ত উলামায়ে ইসলাম ওমান সালালাহ শারেয় সালাম শাখার সাংগঠনিক সম্পাদক- মাও শামিম আহমদ।
জমিয়ত নেতা: - হাফিজ জাকারিয়া আহমদ ।
মুহাম্মাদ শহিদুল ইসলাম প্রমূখ।
Powered by Blogger.